Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

উন্নয়নমূখী ও টেকসই সমবায় গঠনের মাধ্যমে চিলমারী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে চিলমারী উপজেলা সমবায় কার্যালয়ের চ্যালেঞ্জ বহুবিধ। এ উপজেলায় বর্তমানে সমবায় সমিতির সংখ্যা ৪৬টি। বিভিন্ন শ্রেণি ও পেশার সম্মিলনে তৈরি হওয়া বৈচিত্র্যময় কার্যক্রমে পূর্ণ এ বিপুল সমবায় সমিতিকে নিয়মিত অডিট করা, নিবিড় ভাবে মনিটরিং করা এবং সদস্যদেরকে দক্ষ ও আন্তরিক সমবায়ী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ, আইজিএ প্রশিক্ষণের মাধ্যমে সাফল্য অর্জন করাই অন্যতম বড় চ্যালেঞ্জ। স্থানীয় ভাবে সমবায়ীদের চাহিদা পূরণে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা প্রদান সময়ের অন্যতম দাবী। কিন্তু প্রয়োজনীয় জনবল, যানবাহন ও পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় রুটিন কাজের মাধ্যমে এ সমস্যা সমাধান সম্ভব হচ্ছে না। তাছাড়া মাঠ পর্যায়ে চাহিদা অনুযায়ী উন্নয়ন প্রকল্প না থাকায় সমবায়কে ব্যাপকভাবে উন্নয়নমূখী কার্যক্রমে সম্পৃক্ত করা যাচ্ছে না। আর এই সলফতার মাঝে সাফল্য অর্জন করাই অন্যতম বড় চ্যালেঞ্জ।